আলেপ্পোর কাছে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত
বৈরুত, (৩ জুন, ২০২৪, সোমবার), ওপেন প্রেস ডেস্ক/ বাসস ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর কাছে সোমবার ইসরায়েলি হামলায় ইরানপন্থী গ্রুপের ১৬ সদস্য নিহত হয়েছে।
লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে,পশ্চিম আলেপ্পোর হায়ানের এক ফ্যাক্টরিতে ইসরায়েলের হামলায় সিরিয়া ও বিদেশী যোদ্ধাসহ ইরানপন্থী গ্রুপের ১৬ সদস্য নিহত হয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল দেশটিতে শত শতবার বিমান হামল চালিয়েছে। এর বেশিরভাগ চালিয়েছে সেনা অবস্থান এবং লেবাননের হিজবুল্লাহসহ ইরানপন্থী যোদ্ধাদের লক্ষ্য করে।
তবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর সিরিয়ায় ইসরায়েলের এ ধরনের হামলার পরিমাণ বেড়ে গেছে।
এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ দমনের প্রেক্ষাপটে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হয়। এর পর থেকে দেশটিতে পাঁচ লাখেরও বেশি লোক নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।