আর্ন্তজাতিক

ক্লদিয়া শিনবাউম হচ্ছেন মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট

(৩ জুন ২০২৪, সোমবার) ওপেন প্রেস ডেস্ক : ক্লদিয়া শিনবাউম হতে যাচ্ছেন মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। বিভিন্ন বুথফেরত জরিপ শেইনবাউমের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা তুলে ধরেছে। এছাড়াও তার জয় দাবি করেছে তার দল ক্ষমতাসীন মোরেনা পার্টিও।

গতকাল রোববার (২ জুন) মেক্সিকোয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। এরই মধ্যে ক্লদিয়া শিনবাউমের পার্টির মোরেনা তকে প্রেসিডেন্ট হিসেবে দাবি করে ঘোষণা দিয়েছে। যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনিই প্রথম নারী মেক্সিকোর প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ।

ক্লাউদিয়া প্রেসিডেন্ট হ’লে তিনি হবেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট। জাতীয় নির্বাচনে নারীদের ভোটাধিকার লাভের ৭০ বছর পর কোনো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে দেশটি। এর আগে তিনি মেক্সিকো সিটির মেয়র ছিলেন। খবর রয়টার্স, আল-জাজিরার

জরিপ সংস্থা পোলস্টার প্যারামিটারিয়ার বুথফেরত জরিপ বলছে, ক্লদিয়া শিনবাউম ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে যাচ্ছেন। বিরোধী দলীয় নেতা সোতিল গালভে পেতে পারেন ৩০ শতাংশ ভোট। অন্য আরও চারটি বুথফেরত জরিপেও ক্লদিয়াকেই জয়ী হিসেবে দেখা যাচ্ছে।

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক ফল ঘোষণা হতে যাচ্ছে। এই অবস্থায় সোতিল গালভে হার মানতে রাজি নন এখনই। তিনি আশা করছেন, তিনিই জয়ী হবেন এবং তিনি তার ভক্ত-সমর্থকদের অপেক্ষা করতে বলেছেন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগপর্যন্ত।

শিনবাউম বিজয়ী হলে তিনি আগামী ১ অক্টোবর ক্ষমতা গ্রহণ করবেন এবং পরবর্তী ছয় বছর দায়িত্ব পালন করবেন।

শিনবাউম বিজয়ী হলে বদলে যাবে মেক্সিকোর ইতিহাস। পুরুষ প্রধান সংস্কৃতিতে বিশ্বাসী, এই দেশটি এই প্রথম প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে যাচ্ছে একজন নারীকে।

Share

Follow us