১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন : রেলপথমন্ত্রী
ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, নিরাপদে স্বল্প সময় ও খরচে আম পরিবহনের লক্ষ্যে আগামী ১০ জুন থেকে পঞ্চমবারের মতো আবারও চালু হতে যাচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন এবং এবার এটি চলবে পদ্মা সেতু দিয়ে।
তিনি বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে রাত সোয়া ২টায় ঢাকায় পৌছাবে।
আজ ১১ মে, ২০২৪, শনিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলা আম পরিবহনের উপর অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় রেলমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। খবর বাসস।
রেলমন্ত্রী বলেন, ‘আম এমন একটি জিনিস, যেটি পচনশীল। এটি যেমন সুস্বাদু তেমন দ্রুত নষ্ট হয়ে যায়। আম পরিবহন খুবই সেনসিটিভ। রেলে আম পরিবহন করতে সেটি সেভ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির ব্যবস্থা করেছেন আপনাদের জন্য। একটা কিছু শুরু করলে সমস্যা হবে, ত্রুটি থাকবে, সেগুলো আমরা সমাধান করবো।’
তিনি আরো বলেন, ‘আমাদের এসি ভ্যান আছে। সেগুলোতে আম পরিবহনের ব্যবস্থা করা হবে। আমরা শুনেছি রাজশাহীতে বেশি পান হয়, পান পরিবহনসহ অন্যান্য শস্যগুলো আমরা পরিবহন করবো।’
রেলে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছেন জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘এক সময় রেল ধুঁকে ধুঁকে চলেছে। অনেক জায়গায় রেললাইন তুলে নিয়ে বিক্রি করে দেয়া হয়েছে। দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছে। নানাভাবে আমরা আউটসোর্সিং-এ লোক নিয়ে কাজ চালাচ্ছি। জনবল নিয়োগের জন্য কাজ করছি।’
তিনি বলেন, ‘যাত্রী ও মাল পরিবহনের সবচেয়ে সস্তা পরিবহন রেলকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য চেষ্টা করা হচ্ছে। নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা পর্যন্ত রেললাইন তৈরি করা হবে। আর সেটি আটটি জেলায় যুক্ত করবে। ডাবল লাইন একদিনেই হবে না। আমরা কাজ শুরু করেছি। অনেকগুলো প্রকল্প আমরা প্রণয়ণ করছি। ’
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর, রেলওয়ের পরিচালক সরদার সাহাদাত আলী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।