বান্দরবানে ব্যাংকে ডাকাতির ঘটনায় ৫২ জনকে জেলহাজতে প্রেরণ
বান্দরবান, ওপেন প্রেস ডেস্ক : জেলার রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতি ও সন্ত্রাসী হামলার মামলায় গ্রেপ্তার হওয়া ১৮ নারীসহ ৫২ জনকে আদালতের নির্দেশে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ ৯ এপ্রিল, ২০২৪, মঙ্গলবার বিকালে বান্দরবানের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোছাইন এ আদেশ দেন। খবর বাসস।
বান্দরবান সদর কোট পুলিশ পরিদর্শক একে ফজলুল হক জানান, আদালতের নির্দেশে মঙ্গলবার বিকালে ৫২জনকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, গতকাল সোমবার কেএনএফ- এর ওই ঘটনায় আরো দুইজনকে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়েছিল।.