৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ৬শ’ সৈন্য নিহত হয়েছে :ইসরায়েলি সেনাবাহিনী
জেরুজালেম, (১ এপ্রিল, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস ডেস্ক : ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার গাজা উপত্যকায় লড়াইয়ে তাদের এক সৈন্য নিহত হওয়ার কথা জানিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এই নিয়ে দেশটির নিহত সৈন্যের সংখ্যা বেড়ে মোট ৬শ’ জনে দাঁড়ালো।
খবর এএফপি’র।
সামরিক বাহিনী জানায়, হামাসের হামলায় ২০ বছর বয়সী সৈনিক নাদাভ কোহেন নিহত হয়েছে। ইসরায়েল ভূখ-ে হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধে আজ পর্যন্ত ইসরায়েলের মোট ৬শ’ সৈন্য নিহত হলো।