স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতি আগামীকাল লন্ডন যাচ্ছেন
ঢাকা, ওপেন প্রেস ডেস্ক (২ মার্চ ২০২৪, শনিবার) : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল দুবাই হয়ে লন্ডন যাবেন।
আগামীকাল রোববার রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮৫) রাষ্ট্রপ্রধান দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ১৩ মার্চ লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
এসফরে রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবগণ তাঁর সাথে থাকবেন। খবর বাসস।