শিক্ষা

ভারতের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও দক্ষতার ক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানগুলোর  সাথে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়।

আজ ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার  শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার মি. প্রণয় কুমার ভার্মার সাক্ষাতের সময়  এ বিষয়ে সিদ্ধান্ত হয়। খবর বাসস।

এই সময়  ঢাকাস্থ ভারতীয়  হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মি. পবন বাড়ে ও  প্রটোকল অফিসার সুভাষ ভাস্কর প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় মি. প্রণয় কুমার ভার্মা তথ্যপ্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি  সংক্রান্ত শিক্ষায়  দুই দেশের অভিজ্ঞতা শেয়ারিংয়ের উপর গুরুত্বারোপ করেন।

Share

Follow us