ক্রীড়া

অলআউট পাকিস্তান : সেমির পথ সহজ করলেন টাইগারা

ওপেন প্রেস ডেস্ক : বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজকের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’। সেমিতে যেতে হলে বাংলাদেশকে শুধু জিতলেই চলবে না নেট রানরেটের হিসাবটাও মেলাতে হবে । কিন্তু এই কঠিন সমীকরণটি যুবা টাইগাররা বেশ সহজ করে দিয়েছেন। বর্ষণ-জীবনদের বোলিং তোপে ৪০.৪ ওভারে ১৫৫ রানেই ধরাশায়ী পাকিস্তান। ৩৮.১ ওভারের আগে জিততে পারলেই মাহফুজুর রহমান রাব্বির দল উঠে যাবে সেমিফাইনালে।

আজ ৩ ফেব্রুয়ারি, ২০২৪, শনিবার সুপার সিক্সের গ্রুপ ওয়ানের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতে ভালো করলেও টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের জন্য ধুঁকতে থাকে পাকিস্তান। দলীয় ৩৭ রানে ভেঙে যায় পাকিস্তানের উদ্বোধনী জুটি। নবম ওভারের চতুর্থ বলে শামিলকে বোল্ড করেন রোহানত দৌল্লাহ বর্ষণ। নিজের পরের ওভারেই তিনে নামা আজান আওয়াইসকে উইকেটকিপার আশিকুর রহমানের ক্যাচ বানান রোহানাত। ১৭তম ওভারে পাকিস্তানের অধিনায়ক সাদ বেগ যখন রানআউট হলেন দলটির স্কোর ৬৬/৩।

এরপর রান তুলতে হাঁসফাঁস করেছে পাকিস্তানিরা। ওপেনার শাহজাইব জীবনের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে যখন ফেরেন ২৩.৪ ওভারে। ৬৭ বলে ২৬ রান করেন শাহজাইব। দলীয় স্কোর ৮৯ হতেই পাকিস্তান হারালো আরো দুই ক্রিকেটারকে। আহমেদ হাসানকে আশিকুরের তৃতীয় শিকার বানিয়ে নিজেও তৃতীয় উইকেট পেয়ে যান রোহানাত। এরপর হারুন আরশাদকে ফিরিয়ে দেন জীবন ।

শেষদিকে পাকিস্তানের হাল ধরেন আরাফাত মিনহাস ও আলি আসফান্ড। তবে ইনিংস বড় করতে পারেনি আসফান্ড।তিনি ২৯ বলে ১৯ রানে আউট হয়ে যান। মাঠে নেমেই উঠে গেলেন উবাইদ শাহ (১) ও মোহাম্মদ জিশান (৪)। শেষ দিকে ৪০ বলে ৩৪ রানে আরাফাত মিনহাস আউট হলে ৫৬ বলে হাতে থাকতেই ১৫৫ রানে  পাকিস্তান অলআউট হয়ে যায়।

বাংলাদেশের হয়ে রোহানত উদৌল্লাহ বর্ষণ ও পারভেজ জীবন চারটি করে উইকেট নেন। এ ছাড়াও মাহফুজুর রহমান একটি উইকেট নেন ।

Share

Follow us