স্বাস্থ্য

গত  ২৪ ঘণ্টায় দেশে ৩০ জন করোনা আক্রান্ত

ওপেন প্রেস ডেস্ক :

রোববার সকাল ৮টা থেকে আজ ২২ জানুয়ারি, ২০২৪, সোমবার সকাল ৮টা র্পযন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। সূত্র বাসস

আজ এক তথ্যবিবরণীতে বলা হয়, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমকি ১৪ শতাংশ। এ সময় ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত ২৯ হাজার ৪৮১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৭৯ জন।

Share

Follow us