আর্ন্তজাতিক

ইয়েমেনে আবারো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা

দুবাই, ওপেন প্রেস ডেস্ক (১৮ জানুয়ারি, ২০২৪, বৃহস্পতিবার) : ইয়েমেনে হুথি অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চতুর্থবারের মতো হামলা চালিয়েছে। হুথি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ১৮ জানুয়ারি, ২০২৪,  বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।  এদিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। সংবাদ সূত্র বাসস

হুথিদের ‘আল মাসরিয়া’ টিভিতে তাদের এক সামরিক কর্মকর্তা বলেছেন, আমেরিকা ও ব্রিটেন যে ধরনের আগ্রাসনই চালাক না কেনো দখলকৃত ফিলিস্তিনী বন্দর লক্ষ্য করে চলাচলকারী ইসরায়েলী জাহাজে আমাদের হামলা অব্যাহত থাকবে।

আল মাসরিয়া ও হুথি বার্তা সংস্থা ‘সাবা ডট নেটে’র খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বন্দরনগরী হোদেইদা ও তায়েজ শহরসহ হুথি লক্ষ্যবস্তুতে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে। এদিকে সিবিএস ও সিএনএনসহ মার্কিন সংবাদ মাধ্যমও ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গাজায় অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে শুরু করে

Share

Follow us