সারাদেশ

হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জমিলা খাতুনের ইন্তেকাল

ওপেন প্রেস ডেস্ক : হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জমিলা খাতুন (৭৩) সোমবার রাত সাড়ে ১১টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসভবনে  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

আজ ১৬ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার বাদ আছর হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচকে হাইস্কুলে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শায়েস্তানগর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে রেখে যান।

জমিলা খাতুন হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী। প্রতিষ্ঠার পর থেকে একাধিক কাউন্সিল হলেও তিনি এ পদে আসীন থাকেন। এছাড়াও তিনি জাতীয় মহিলা সংস্থা ও কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট আজিজুর রহমান ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি । তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। সংবাদ সূত্র বাসস

Share

Follow us