বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি: ডিএমপি
ওপেন প্রেস ডেস্ক (১২ জানুয়ারি, ২০২৪ শুক্রবার) : পুলিশ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙ্গে প্রবেশ করেন। এরআগে গত ১০ জানুয়ারি রুহুল কবির রিজভী নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চাবি ফেরত পাওয়ার অনুরোধ করে পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর একটি পত্র প্রেরণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দিয়ে রেখেছিলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোপূর্বে একাধিকবার বক্তব্য দিয়েছে যে, বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কখনোই তালা দিয়ে রাখেনি।
তথাপিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান করে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুসারে পুলিশ জানতে পারে গত বছরের ২৮ অক্টোবর সমাবেশ শেষে বিএনপি প্রধান কার্যালয়ের নিরাপত্তাকর্মী সোহাগ বিএনপির প্রধান কার্যালয়ে রাত্রিযাপন করেন এবং পরবর্তীতে ২৯ অক্টোবর সকালে বিএনপি’র প্রধান কার্যালয়ের গেটে তালা দিয়ে চাবি নিয়ে অফিস ত্যাগ করে।
এ সংক্রান্ত তথ্য প্রমাণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সংরক্ষিত রয়েছে। এজন্য রুহুল কবির রিজভী কর্তৃক প্রদত্ত বিএনপি অফিসে তালা দেয়া সম্পর্কিত বক্তব্য এবং এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চাবি ফেরত যাওয়ার পত্রটি যথাযথ নয় বলে প্রতীয়মান হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের কাছ থেকে বস্তুনিষ্ঠ বক্তব্য প্রত্যাশা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাসস