প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার অভিনন্দন
ওপেন প্রেস ডেস্ক : (১১ জানুয়ারি, ২০২৪ (বাসস) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়ের জন্য আমি আপনাকে এবং বাংলাদেশের সকল নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, “আমি মনে করি এই বিজয় এই উপমহাদেশে শান্তি ও অগ্রগতির পথ প্রশস্ত করবে।”
তিনি আরও উল্লেখ করেছেন, “এই বিজয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাথে আমাদের দেশ ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও জোরদার করবে।”
তিনি আরো বলেন, “বাণিজ্য, সংস্কৃতি এবং আমাদের রাজ্যের চিন্তাভাবনার বিনিময়ের সুযোগ ছাড়াও, বাংলাদেশের সাথে ত্রিপুরা সম্পর্ক আরও প্রসারিত হবে।”