আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শোক
রওশন ঝুনু : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি আজ ২১ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপিএ, বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা মির্জা মনসুর-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুম মির্জা মনসুর-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মির্জা মনসুর আজ বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর এবং তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।