রাজনীতি

৯ ডিসেম্বর রোকেয়া দিবসে নারী সংহতির শ্রদ্ধা নিবেদন

রওশন ঝুনু :

“ সকলে সমস্বরে বলো আমরা মানুষ।”
রোকেয়া দিবসে নারী সংহতির শ্রদ্ধা নিবেদন

ভোটাধিকার, গণতন্ত্র ও নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন।

আগামীকাল ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার নারী আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়া’র ১৪৩-তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী। এ দিবসকে কেন্দ্র করে নারী সংহতি আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের রোকেয়া’র ভাস্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করবে।

মানুষ হিসেবে নারীর মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে রোকেয়া’র প্রাসঙ্গিকতা স্মরণ করে ভোটাধিকার, গণতন্ত্র ও নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হবার আহŸান জানিয়ে রোকেয়া দিবসে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা
জানাতে নারী সংহতি র‌্যালিসহ রোকেয়া হলে প্রবেশ করবে। এ সময় উপস্থিত থাকবেন সংগঠনের সভাপতি শ্যামলী শীল, সহ-সভাপতি তাসলিমা আখ্ধসঢ়;তার, সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, সহ-সাধারণ সম্পাদক রেবেকা নীলা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তসলিমা তাহ্ধসঢ়;রীন, কেন্দ্রীয় সংগঠক রেক্সোনা সুমি, ফরিদা ডলিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
যোগাযোগ : নারী সংহতি, কেন্দ্রীয় কমিটি। ৩০৫ রোজভিউ প্লাজা, ১৮৫ বীর উত্তম সি আর দত্ত রোড,হাতিরপুল, ঢাকা ১২০৫। ফোন: ৯৬১১৩৬৮, ০১৯১১-৭৩৫২১৩, ০১৭৫২-৮০১৪৬২

Share

Follow us