ক্রীড়া

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন লোগো উন্মোচন

ক্রীড়া ডেস্ক : আগামী জুন–জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০২৪ আসরে প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ৫৫টি ম্যাচ। এতো বড় পরিসরে এর আগে আইসিসির কোনো ইভেন্ট আয়োজিত হয়নি। এটিকে বলা যায়, ক্রিকেটের বৈশ্বায়নের পথে প্রথম ধাপ।

আজ ৭ ডিসেম্বর বুধবার আসরের লোগো উন্মোচিত হলো। নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতে দেড় মিনিটের একটি ভিডিওতে লোগো উন্মোচন করে আইসিসি।

আইসিসি আয়োজক দুই দেশকেই প্রতিনিধিত্ব করে স্বতন্ত্রসূচক প্রতীকে লোগো তৈরি করেছে এবং আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে । ওয়েস্ট ইন্ডিজের তাল গাছ ও যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা রাখা হয়েছে লোগোতে।

প্রকাশিত ভিডিওতে বলা হয়েছে, টি–টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি বানানো হয়েছে—ব্যাট, বল ও শক্তি! এই তিনের সৃজনশীল সংমিশ্রণ টি–টোয়েন্টি ক্রিকেটের মূল উপদানগুলোর প্রতীক।

এই প্রতিযোগিতার মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নতুন ব্র্যান্ড হিসেবে বিশ্বে পরিচিতি পাবে। এমনটায় বিশ্বাস করেন সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং।

ফারলং বলেন, আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের ক্রিকেট ভক্তদের রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। নতুন দৃশ্যমান পরিচিত সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Share

Follow us