জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল

রওশন ঝুনু (২৯ নভেম্বর, ২০২৩) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দে‘য়ার শেষ দিন আগামীকাল ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩ রোববার।
আগামী ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দে’য়া হবে। প্রার্থীরা ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাদের নির্বাচনী প্রচার চালাতে পারবেন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি রোববার।

Share

Follow us