সারাদেশ

ময়মনসিংহে বিভাগীয় পরিবার পরিকল্পনা কমিটির সভা

ময়মনসিংহ থেকে : ময়মনসিংহে বিভাগীয় পরিবার পরিকল্পনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২০ নভেম্বর, ২০২৩ সেমাবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। খবর : বাসস

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আজিজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মীর সাজেদুর রহমান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, বিভাগীয় তথ্য অফিসের পরিচালক শেখ মো. শহীদুল ইসলাম-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে জনগণকে আরও সম্পৃক্ত করতে বিভাগ থেকে তৃণমূল পর্যন্ত সুষ্ঠ তদারকি-সহ ক্যাম্প, উঠান বৈঠকের মতো কর্মসূচি আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।

Share

Follow us