বড়দিনে শক্তিশালী ঝড়ের কবলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল
ঢাকা, (২৫ ডিসেম্বর, ২০২৫) ওপেনপ্রেস২৪ ডেস্ক/বাসস : বড়দিনে শক্তিশালী ঝড়, ভারী বৃষ্টিপাত ও প্রাণঘাতী কাদা ধসের আশঙ্কায় বুধবার লস অ্যাঞ্জেলেস ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অধিকাংশ এলাকায় হঠাৎ বন্যার সতর্কতা জারি করা হয়।
‘দ্য পাইনঅ্যাপল এক্সপ্রেস’ নামে পরিচিত একটি বায়ুমণ্ডলীয় নদীর (অ্যাটমোস্ফেরিক রিভার) প্রভাবে সৃষ্ট এই ঝড় হাওয়াইয়ের উষ্ণমণ্ডলীয় অঞ্চল থেকে বিপুল আর্দ্রতা পশ্চিম উপকূলে নিয়ে আসে।
আগামী কয়েক দিনে এই ঝড়ের প্রভাবে কয়েক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম লস অ্যাঞ্জেলেসসহ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, আজ ও আগামীকাল দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে প্রাণঘাতী আকস্মিক বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত ও প্রবল বাতাস বইছে। এ সব স্থানের প্রাণ ও সম্পদ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
গত মঙ্গলবার রাতে ওই অঞ্চলে শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টি হয়। এতে লস অ্যাঞ্জেলেসে গাছ উপড়ে পড়ে, রাস্তায় কিছু ধ্বংসাবশেষ জমে যায় ও হালকা বন্যার সৃষ্টি হয়।
এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে।
বুধবার ভোরে বৃষ্টিপাত আরো তীব্র হয়। বড়দিনে ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের তার ছিড়ে পড়ায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।
বুধবার গভীর রাতে প্রথম ঝড়টি লস অ্যাঞ্জেলেস এলাকা ছেড়ে যায়।
আবহাওয়াবিদরা জানান, প্রথম ঝড়েই কিছু কিছু এলাকায় ইতোমধ্যে ১০ ইঞ্চি (২৫ দশমিক ৪ সেন্টিমিটার) বৃষ্টি হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএস জানিয়েছে, বড়দিনের আগের সন্ধ্যায় অঙ্গরাজ্যজুড়ে প্রায় ৮০ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

