শিল্প-সাহিত্য-সংস্কৃতি

আলাওলের সাহিত্যচর্চা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করবে : বাংলা একাডেমির মহাপরিচালক

ঢাকা, ওপেন প্রেস২৪ ডেস্ক : বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেছেন, আলাওলের মতো সাহিত্যিকদের নিয়ে আলোচনা আমাদের সাহিত্যচর্চাকে আরো গভীর ও সমৃদ্ধ করে। বাংলা সাহিত্যের হারিয়ে যাওয়া পাঠ-ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে এই ধরনের আলোচনা বড় প্রয়োজন।

আজ ২৩ জুন, ২০২৫, সোমবার বিকেল ৪ টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘আলাওল পাঁঠের পরম্পরা ও সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খবর বাসস।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন। মূল প্রবন্ধে তিনি আলাওলের পাঠ প্রক্রিয়া, পাঠের ধরণ এবং আজকের সমাজে আলাওলের সাহিত্য কেন প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক ড. সরকার আমিন। তিনি বলেন, আলাওল এমন একজন কবি, যার লেখা যত বেশি পড়া যায়, তত নতুনভাবে বোঝা যায়।

আলাওলের অনুবাদ তত্ত্ব নিয়ে তিনি বলেন, অনুবাদ করার সময় তিনি একটা নতুন সৃজন অনুধাবন করতেন, একদম হুবহু অনুবাদ না করে তিনি নিজ মনে লিখতেন, যে কারণে তিনি সবার থেকে আলাদা।

এছাড়াও সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন লেখক ও গবেষক তাহমিদুল জামি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ।

Share

Follow us