অর্থ-বাণিজ্য

এআইআইবি’র সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ

ঢাকা, ওপেন প্রেস২৪ ডেস্ক : এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর সঙ্গে ‘ক্লাইমেট রিজিলেন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম- সাব-প্রোগ্রাম ২’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের জন্য বাজেট সহায়তা হিসাবে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং এআইআইবি’র পক্ষে পাবলিক সেক্টর (অঞ্চল ১) এবং আর্থিক প্রতিষ্ঠান ও তহবিল (গ্লোবাল) ক্লায়েন্টদের ভারপ্রাপ্ত প্রধান বিনিয়োগ কর্মকর্তা এবং পাবলিক সেক্টর ক্লায়েন্টস ডিপার্টমেন্ট রিজিয়ন ১-এর মহাপরিচালক রজত মিশ্র ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। আজ ২৩ জুন, ২০২৫, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসস।

এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবেশের পরিবর্তন প্রতিরোধকল্পে মজবুত ভিত্তি তৈরি এবং জলবায়ু নীতিমালা সংস্কারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অভিযোজন এবং প্রশমনমূলক কার্যক্রমকে আরও অগ্রসর করে টেকসই, সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির বাংলাদেশ গড়তে সহায়তা করা।

এআইআইবি থেকে গৃহীত এ ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছরে পরিশোধযোগ্য।

Share

Follow us