আইন-আদালত

জাতীয় নির্বাচনে অনিয়ম: শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

ঢাকা, ওপেন প্রেস২৪ ডেস্ক : আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) সংবিধান লঙ্ঘন,অনিয়ম-কারচুপি ও বিনাভোটে একতরফা নির্বাচনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার ও সাবেক আইজিপিসহ ২৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে বিএনপি।

আজ ২২ জুন, ২০২৫ রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন। খবর বাসস।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, মামলার আসামিদের মধ্যে রয়েছেন -সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা, তৎকালীন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার কবিতা খানম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী, তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার, সাবেক ডিজি র্যাব ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলাম, সাবেক ডিজিএফআই প্রধান (নাম অজ্ঞাত), সাবেক এনএসআই প্রধান(অজ্ঞাত), ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল আলম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব, তৎকালীন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন ও নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামীরা সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে সাজানো নির্বাচনে পরিকল্পিতভাবে প্রার্থীদের বিজয়ী করার চূড়ান্ত প্রচেষ্টা চালানো, ভয়ভীতি দেখিয়ে ভোটের কার্যক্রম সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়াই একতরফা ভুয়া নির্বাচনের মাধ্যমে মিথ্যাভাবে প্রার্থীদের  সংসদ সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করে আসামিরা আইনত দণ্ডনীয় অপরাধ করেছে।

Share

Follow us