স্বাস্থ্য

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম, ২০ জুন, ২০২৫ (বাসস) : নগরীতৈ গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। তবে এদিন কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে।

আজ ২০ জুন, ২০২৫ শুক্রবার শুক্রবার বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর বাসস

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ছয়টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩টি, শেভরনের ল্যাবে ১৬টি, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩টি, ন্যাশনাল হাসপাতালে ১৭টি, মেট্রোপলিটন হাসপাতালে ১০টি এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, শেভরনের ল্যাবে দুইজন, ন্যাশনাল হাসপাতাল ল্যাবে একজন এবং মেট্রোপলিটন হাসপাতালে দুইজন নতুন করোনা রোগী শনাক্ত হন।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টার ৮১ জনের নমুনা পরীক্ষায় ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ছয়জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

মোট করোনা আক্রান্ত ৫৬ জনের মধ্যে ৪৯ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা এবং বাকি সাতজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যে চট্টগ্রামে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।

Share

Follow us