শিল্প-সাহিত্য-সংস্কৃতি

রবীন্দ্র কাছারি বাড়িতে হামলার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জ, (১১ জুন, ২০২৫ বুধবার), ওপেন প্রেস২৪/বাসস: রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিয়ে, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

আজ ১১ জুন, ২০২৫ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কামাল হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ দুপুরে তদন্ত কমিটির সদস্যরা কাছারি বাড়ি পরিদর্শন করেছেন।

আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। খবর বাসস।

Share

Follow us