সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ঢাকা, (১৭ মে, ২০২৫) ওপেন প্রেস ডেস্ক/বাসস : দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে আছেন- মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তানজিম হাসান। স্পিন বিভাগ সামলাবেন মাহেদি হাসান ও তানভির ইসলাম।
একাদশে সুযোগ হয়নি নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা ও রিশাদ হোসেনের।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তিন ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। তিন ম্যাচ যথাক্রমে- ৫১ রানে, ৭ রানে ও ৩২ রানে জিতেছে বাংলাদেশ।
২০২২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টিতে দেখা হয়েছিল বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, মাহেদি হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
সংযুক্ত আরব আমিরাত একাদশ : মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, আলিশান শরাফু, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পরাশর, সঞ্চিত শর্মা, মুহাম্মদ জুহাইব, মতি উল্লাহ খান, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদুল্লাহ।

