আর্ন্তজাতিক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

ঢাকা, (১৪ মে, ২০২৫), ওপেন প্রেস ডেস্ক/বাসস : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ ১৪ মে, ২০২৫ বুধবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সম্পদের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তহবিলের এই ঘাটতি মোকাবিলায় জরুরিভিত্তিতে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের আহ্বান জানিয়েছেন। খবর বাসস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জার্মানির বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের উচ্চ-স্তরের এক অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এই আহ্বান জানিয়েছেন।

এ সময় ভবিষ্যতের শান্তিরক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির জন্য বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, অধিকতর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তৌহিদ হোসেন।

উপদেষ্টা এই ম্যান্ডেটের প্রয়োজনে যে কোনো ধরনের পরিবর্তন আনতে আয়োজক সরকার, সেনা ও পুলিশ প্রেরণকারী দেশ, মাঠ পর্যায়ে শান্তিরক্ষী ও জাতিসংঘ সচিবালয়সহ সংশ্লিষ্ট সকলের অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন।

মো. তৌহিদ হোসেন ২০২৫ সালের ১৩-১৪ মে বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষাকারী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও পুলিশের কর্মকর্তাগণও ছিলেন।

শান্তিরক্ষাকারী দেশগুলোর বৃহত্তম এই সম্মেলনে দুই দিনের এই বৈঠকে ১৬০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা জার্মানি, আলজেরিয়া, কোস্টারিকা, গাম্বিয়া, গুয়াতেমালা, তিউনিসিয়া, প্যারাগুয়ে, সিয়েরা লিওন, জাপান ও মালাউই’র পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

Share

Follow us