Uncategorized

দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি আবরার

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে।

আজ ৩ মে, ২০২৫ শনিবার কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ১৪টি চার ও ৩টি ছক্কায় ১১৫ বলে ১১৩ রান করেন আবরার। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি আবরার। খবর বাসস।

হার দিয়ে শ্রীলংকার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই আবরারের অসাধারণ সেঞ্চুরিতে সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৯ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় তারা। ঐ ম্যাচে ১৪টি চারে ১০৬ বলে ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন আবরার।

দ্বিতীয় ম্যাচের পর সিরিজের চতুর্থ ম্যাচেও সেঞ্চুরি করলেন আবরার। তার ১১৩ রানের ইনিংসের উপর ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সেই সাথে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়েও গিয়েছে সফরকারীরা।

সিরিজে দ্বিতীয়বারের মত সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা রাখতে পারায় খুশি আবরার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় ম্যাচ শেষে আববার বলেন, ‘দেশের জন্য সেঞ্চুরি করতে পেরেছি। তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি, এজন্য ভালো লাগছে। আমার জন্য দল জিততে পেরেছে। আমার অবদান ছিল, তাই খুব খুশি লাগছে।’

আগামী ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ যুব দল। দল ভারসাম্যপূর্ণ হওয়ায় বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী আবরার।

তিনি বলেন, ‘সামনে বিশ্বকাপ আছে। আমাদের দলও বেশ ভারসাম্যপূর্ণ। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং দিয়ে আমরা ভালো কিছু করব বলে আশা করছি।’

আবরার আরও বলেন, ‘দলগতভাবে নিজেদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, ভালো কিছু অর্জন করতে পারব।’

Share

Follow us