ক্রীড়াসারাদেশ

ময়মনসিংহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্স শুরু

ময়মনসিংহ. (২৪ এপ্রিল, ২০২৫), ওপেন প্রেস ডেস্ক/বাসস : ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কোর্স। আজ ২৪ এপ্রিল, ২০২৫ বৃহস্পতিবার বিকালে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। খবর বাসস।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর-রশীদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য একেএম মাহাবুবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

প্রধান অতিথির বক্তেব্যে মুফিদুল আলম জানান, সাঁতার না জানার কারনে দিন দিন পানিতে পরে মৃত্যুর হার বাড়ছে । তাই যারা এখানে প্রশিক্ষণ পাবে তারা নিজেরা ভালো সাঁতারু হওয়ার চেষ্টা করবে। একই সাথে নিজ এলাকায় সাঁতার শেখানোয় মানুষকে উদ্বুদ্ধ করবে।

ক্রীড়া অফিসার আল-আমিন জানান, ২০০১ সাল থেকে ময়মনসিংহে সুইমিং কমপ্লেক্স এর যাত্রা শুরু হলেও এখনো ভালো মানের সাঁতারু তৈরি হয়নি। তাই ভালো মানের সাঁতারু তৈরি করতে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাঁতার প্রশিক্ষণে এন্ট্রি করেছিল ১২০ জন বালক ও বালিকা। প্রাথমিক বাছাই শেষে ৩২ জন বালক এবং ৮ জন বালিকা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এই ৪০ জনকে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ কোর্সে কোচের দায়িত্বে আছেন ময়মনসিংহ জেলা সাঁতার কোচ মো: আব্দুস সামাদ কাজল।

Share

Follow us