জাতীয়

মানবাধিকার রক্ষায় কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার: আদিলুর রহমান

ঢাকা,  ওপেন প্রেস ডেস্ক : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানবাধিকার ধ্বংস করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার রক্ষায় কাজ করছে।

আজ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি। খবর বাসস।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মাহবুবুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

শিল্প উপদেষ্টা বলেন, অন্তর্র্বতীকালীন সরকার মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ শুরু করেছে। তাই সরকার পুলিশ, প্রশাসন এবং বিচারবিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার জন্য কাজ করছে।

তিনি বলেন, ‘মৌলিক মানবাধিকার নীতিসমূহ’কে মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে এবং আদালতসমূহকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে।

আদিলুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শতশত গুম ও হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় প্রশাসন ও বিচার ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রের কাঠামোকে ব্যবহার করা হয়েছিল ।

তিনি বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীদের পাশাপাশি মানবাধিকার কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার মানুষকে মুক্তি দেয়া তথা মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ শুরু করেছে।

কর্মশালায় ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির সকল ম্যাজিস্ট্রেট, সকল পাবলিক প্রসিকিউটর, ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটনের সকল জোনাল উপ-পুলিশ কমিশনার ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Share

Follow us