জাতীয়

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চরাঞ্চলের সুষম উন্নয়ন জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চরাঞ্চলের সুষম উন্নয়ন জরুরি। কারণ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে।

তিনি আজ ১০ নভেম্বর, ২০২৪ রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে সুইস দূতাবাসের অর্থায়নে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র (সিডিআরসি) ও পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)’র উদ্যোগে আয়োজিত ‘দি লাস্টিং ইমপ্যাক্ট অফ এম ফোর সি’  প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বাসস।

হাসান আরিফ বলেন, পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ক্ষুদ্র ঋণের যে প্রকল্পগুলো রয়েছে, সে প্রকল্পগুলো অগ্রণী  ভূমিকা পালন করতে পারে। চরের জন্য বিশেষ ঋণ সুবিধা প্রদান করা বিশেষভাবে প্রয়োজন হলে এবং কোন প্রকল্প গ্রহণ করতে হলে ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরও বলেন, অপ্রচলিত জলজ খাদ্যের প্রচার করা যেতে পারে। কাকড়া, ব্যাঙ, শামুকসহ নানা জলজ খাবারের চাষবাদ করে বিদেশে রপ্তানী করে চরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেংটো রেংলি।

Share

Follow us