আর্ন্তজাতিকজাতীয়

বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন নতুন প্রজন্ম ও বিশ্ববাসী তা জানবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বঙ্গবন্ধু কীভাবে একটি জাতির রূপকার হলেন, তা শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির মাধ্যমে নতুন প্রজন্ম জানবে, বিশ্ববাসী জানবে। বাঙালি জাতির জন্য স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধুর যে অদম্য সংগ্রাম, জাতির জন্য যে ত্যাগ, তা এই সিনেমার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

কানাডার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বহুপ্রতীক্ষিত ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ‘বেললাইট বক্স সিনেমা ৭’ প্রেক্ষাগৃহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক এ সিনেমার প্রথম শোতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ (মুজিব-একটি জাতির রূপকার) সিনেমাটি প্রদর্শনীর আগে ছবির প্রেক্ষাপট তুলে ধরে এসব কথা বলেন হাছান মাহমুদ।

তিনি বলেন,  বলেন, নতুন প্রজন্ম জানে না কীভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু কীভাবে ঘুমন্ত বাঙালি জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করে প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন, নতুন প্রজন্ম সেভাবে তা জানে না।মন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের মর্মান্তিক হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত হয়েছিলো, সেটি যারা করেছে, তারা জানে আর দু’একজন যারা কোনো না কোনোভাবে রক্ষা পেয়েছিলো, তারা সাক্ষী হয়ে আছে, অন্যরা জানে না। সেই মর্মান্তিক ঘটনাও এই সিনেমায় চিত্রায়িত করা হয়েছে, যদিও সেটি দেখা অত্যন্ত কষ্টকর। খুনিরা যে কী রকম নির্মম পাষাণ ছিলো, সিনেমাতে সেটি প্রদর্শন করা হয়েছে। সিনেমাটির মুক্তির বিষয়ে হাছান মাহমুদ বলেন, বায়োপিকটি এরই মধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়েছে। আগামী মাসে অর্থাৎ অক্টোবরে এটি দেশে শুভমুক্তির পরিকল্পনা রয়েছে।

পরিচালক শাম বেনেগালের পক্ষে চিত্রনাট্যকার অতুল তেওয়ারি জানান, প্রাথমিকভাবে বাংলা ও হিন্দি ভাষায় ছবিটি মুক্তি পাবে এবং বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত অভিনেতা, অভিনেত্রী, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন ও বাংলাদেশ থেকে যাওয়া কর্মকর্তারা।

বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। গত বছর ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার ও ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার রিলিজ হয়।

Share

Follow us