রাজনীতি

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনার আহ্বান মির্জা ফখরুলের

ঢাকা, ওপেন প্রেস ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনার ব্যবস্থা করতে অন্তর্র্বতীকালিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘অন্তর্র্বতী সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা বিশ্বাস করি, তারা একটি যুক্তিসংগত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে, জনগণের আস্থা আছে। তবে অবশ্যই এটা (নির্বাচন) সীমিত সময়ের মধ্যে, একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়া উচিত।’

আজ ২৪ আগস্ট, ২০২৪ শনিবার জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকীর উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

নির্বাচনের পাশাপাশি দ্রুত অন্তর্র্বতী সরকারকে সংস্কারের রোডম্যাপ ঘোষণার  আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি, অন্তর্র্বতী সরকারে যারা কাজ করছেন, তারা সবাই আন্তরিক ও যোগ্য লোক। তবে আমরা চাই, এই কাজ দৃশ্যমান ও স্বচ্ছ হোক। আমরা দেখতে চাই, প্রধান উপদেষ্টা যা করতে চান, তার পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করছেন। তিনি কীভাবে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য কাজ করছেন, কীভাবে তিনি প্রয়োজনীয় সংস্কার আনবেন, তার একটি রোডম্যাপ উপস্থাপন করা উচিত।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় সংস্কার করতে হবে। এখন পর্যন্ত অন্তর্র্বতী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা করেনি। কয়েকজন মিলে সংস্কারের উদ্যোগ নিলে তা কার্যকর হবে না। কারণ, এ জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধি দরকার। আমি বিশ্বাস করি না, কিছু লোক সংস্কার করতে পারে। আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণের মাধ্যমে সংস্কার হওয়া উচিত।’

বিশ্ববিদ্যালয়গুলোতে ভাইস চ্যান্সেলর (উপাচার্য) নিয়োগ দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ভাইস চ্যান্সেলর  নিয়োগ দেওয়া হয়নি। অথচ আগের ভাইস চ্যান্সেলররা অনেকেই  পদত্যাগ করেছেন। আমরা দেখতে চাই, ভাইস চ্যান্সেলর যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের সবার কাছে গ্রহণযোগ্যতা আছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদের নায়ক, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছেন। তবে তাদের যারা দোসর রয়েছে তারা কেউ পালিয়ে গেছে এবং অনেকে লুকিয়ে রয়েছে। যে সমস্ত ব্যক্তিবর্গ হাসিনার পাশে থেকে তার দোসরের ভূমিকায় মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, তাদের আমরা অন্তর্র্বতী সরকারের উপদেষ্টাদের আশেপাশে দেখতে চাই না। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাদেরকে দেখে আমরা উদ্বিগ্ন, চিন্তিত হই।

নেতা-কর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব আরও বলেন, কুমিল্লা, ফেনী,  নোয়াখালীসহ ১১ জেলায় বন্যায় ইতিমধ্যে কয়েকজন নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। মানুষের ঘর-বাড়ী পানিতে ভেসে গেছে। আমরা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের তাদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলের  সভাপতিত্বে ও সদস্যসচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

Share

Follow us