ক্রীড়া

প্রথম চার দিনের ম্যাচে কাল পাকিস্তান এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’

ঢাকা, (১২ আগস্ট, ২০২৪), ওপেন প্রেস ডেস্ক/বাসস : ঢাকা, ১২ আগস্ট, ২০২৪ (বাসস) :  প্রথম চার দিনের ম্যাচে ইসলামাবাদে  আগামীকাল  স্বাগতিক পাকিস্তান ‘এ’ দলের  বিপক্ষে   মাঠে নামছে  বাংলাদেশ ‘এ’ দল।  পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে  ম্যাচ অনুশীলনের জন্য বাংলাদেশ ‘এ’ দলে  বেশ কয়েকজন জাতীয়  দলের খেলোয়াড় রাখা হয়েছে।

 বাংলাদেশ টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ মুশফিকুর রহিম ও মোমিনুল হকের  মতো খেলোয়াড়রা প্রথম চার দিনের ম্যাচ খেলবেন।

দীর্ঘ সময় প্রতিদ্বন্দ্বিতামূলক  কিকেট থেকে দূরে থাকায় এটি হবে তাদের ছন্দ ফিরে পাওয়ার ম্যাচ।

 এছাড়া  গাজি আশরাফ হোসেন লিপুর  নেতৃত্বাধীন  নির্বাচক প্যানেলের দৃষ্টি থাকবে  সিরিজ থেকে  অন্য কোন কোন খেলোয়াড় টেস্ট  দলে জায়গা পেতে পারেন সে দিকেও।

দ্বিতীয় সারির বাংলাদেশ দল হিসেবে  পরিচিত ‘এ’ দলটির পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল গত ৬ আগস্ট।  তবে দেশের  অস্থিতিশীল  পরিস্থিতিতে  তাদের এ সফর  বিলম্বিত হয়।

 সুষ্ঠুভাবে  সফর আয়োজনে  দুই বোর্ড  আলোচনার মাধ্যমে  সূচি  পরিবর্তন করে।

 গত ১০ আগস্ট পাকিস্তান পৌঁছার পর  পাকিস্তান ‘এ’ দলের  বিপক্ষে মাঠে নামার আগে  দুই দিন অনুশীলন করার সুযোগ পেয়েছে  বাংলাদেশ ‘এ’ দল।

 পরিবর্তিত সূচি অনুযায়ী  দ্বিতীয় চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে  ২০-২৩ আগস্ট।  এরপর ২৬, ২৮ এবং ৩০ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে  দুই দল।  সব ম্যাচই অনুষ্ঠিত হবে  ইসলামাবাদে।

পাকিস্তানের বিপক্ষে  দুই টেস্টের  সিরিজ খেলতে  ইতোমধ্যেই লাহোর পৌঁছেছে  বাংরাদেশ জাতীয় দল।

 রওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু  হবে প্রথম টেস্ট।  করাচিত ৩০ আগস্ট শুরু হবে  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

 প্রথম ম্যাচের জন্য  বাংলাদেশ ‘এ’ দল:  মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মোমনিুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল  মিয়া।

Share

Follow us